চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। হতাহতদের চিৎকার আর স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ও লিটন দাস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই আহ্বান জানান তারা।
অসংখ্য মানুষ আহত হয়ে চট্টগ্রাম হাসপাতালে থাকায় তাদের জন্য দরকার প্রচুর রক্ত। এই দুই ক্রিকেটার এই সংকটে তরুণদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন।
ফেসবুকে তারা একই স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসে লিখেছেন, 'চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।
দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।'
এর আগে, শনিবার (৪ জুন) বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে। আহত হয়েছেন আরও চার শতাধিক।
প্রসঙ্গত, টেস্ট দলের সহ-অধিনায়কত্ব পাওয়া লিটন শ্রীলঙ্কা সিরিজের পর ছুটি কাটাতে আছেন লন্ডনে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে যোগ দেবেন তিনি। দুবাইতে ছুটি কাটিয়ে দেশে ফেরা তামিম সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন।
নয়া শতাব্দী/এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ