গত মৌসুমে জুভেন্টাসকে টপকিয়ে ১১ বছর পর লিগ শিরোপার স্বাদ পেয়েছিল ইন্টার মিলান। তবে এক বছর পরই তাদের সেই শিরোপার স্বাদ মলিন করে দিয়ে ১১ বছর পর লিগ শিরোপার স্বাদ নিজেদের করে নিল ইন্টারের প্রতিবেশী ক্লাব এসি মিলান।
সর্বশেষ ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপে জেতা এসি মিলান রোববার (২২ মে) সাসুওয়ালোর মাঠে ৩-০ গোলে জয় লাভ করে।
লিগ শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুড, বাকি গোলটা আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি। অপর ম্যাচে একই ব্যবধানে জয় পেয়েছে গতবারের লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
সাম্পডোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লাউতারো মার্টিনেজের দল। ইন্টারের হয়ে জোড়া গোল করেছেন জোয়াকুইন কোরেয়া। একটি গোল করেছেন ইভান পেরিসিচ। এই জয়ে এসি মিলান থেকে দুই পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো ইন্টার মিলান। দিনের আরেক ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে নাপোলি। আর এবার চতুর্থ স্থান দখল করে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে য়্যুভেন্তাস।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ