অনেক নাটকীয়তার পর অবশেষে গুঞ্জনই সত্যি হলো। রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে পিএসজির সাথেই নতুন করে চুক্তি করেছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন করে পিএসজির সাথে তিন বছরের চুক্তি বৃদ্ধি করেছেন তিনি। এই চুক্তির মধ্য দিয়ে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এমবাপ্পে।
শনিবার (২১ মে) রাতে মেঁতের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পের একটি ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। পিএসজির সঙ্গে চুক্তি বৃদ্ধির পর এমবাপ্পে বলেছেন, 'পিএসজির সঙ্গে এই দুঃসাহসিক কাজ চালিয়ে যেতে আমি খুশি। আমার শহর প্যারিসে থাকতে পেরে আমি খুশি। আশা করি আপনাদের সবার সাথে যা করতে পছন্দ করি তা চালিয়ে যেতে পারবো এবং একসঙ্গে শিরোপা জিতব। অসংখ্য ধন্যবাদ। '
শনিবার দিনেই জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না তিনি। স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছিল, 'রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে তিনি জানিয়ে দিয়েছেন রিয়ালে যাচ্ছেন না তিনি। '
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ