ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাথিউজের শতকে চাপে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৫ মে ২০২২, ১৭:০৫

চা বিরতির পর দ্রুত দুই উইকেট তুলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে শেষ বিকেলে ম্যাচে ফিরেছে লংকানরা। অভিজ্ঞ ম্যাথিউজের শতকে চাপে রয়েছে বাংলাদেশের বোলাররা। ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউজের এটিই প্রথম শতক। ম্যাথিউজকে সঙ্গ দিয়ে যাচ্ছে আরেক অভিজ্ঞ ব্যাটার চান্দিমাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান।

এর আগে, ৮১তম ওভারে বোলিংয়ে আসেন শরিফুল ইসলাম। তবে নতুন বলে নয়। চতুর্থ বলেই ফ্লিক করে ম্যাথিউজ পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। তাতেই পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। তার সেঞ্চুরির ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ১টি ছয়ে। বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউজের আগে সর্বোচ্চ ছিল ৮৪ রান, এবার সেটি টপকে ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ হোসেন ।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ