ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘লংকানদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে চাই’

প্রকাশনার সময়: ১৪ মে ২০২২, ২১:০৩

জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে পাঁচ দিনই আধিপত্য বিস্তার করে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। শেষ দুই বছর প্রতিপক্ষের উপর পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করে কখনোই খেলতে পারেনি বাংলাদেশ। যে কারণে লংগার ভার্সনে এখনো নিজেদেরকে শক্তিশালী করতে পারেনি টাইগাররা।

গত দুই বছরে, বাংলাদেশ অন্তত তিনটি টেস্টের প্রথম চারদিনে জয়ের পথেই ছিল। এরমধ্যে একটি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে। কিন্তু পঞ্চম দিনে এক খারাপ সেশনের কারণে হারের মাশুল গুনতে হয় টাইগারদের। তাই আগামীকাল (১৫ মে) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে দলকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল ।

মমিনুল বলেন, ‘আমরা যা করতে চাই, সেটি হল পুরো পাঁচ দিন ভালো খেলা এবং পুরো পাঁচ দিন প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করা। এটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কি পরিকল্পনা করছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা শুধু ভাবছি, কিভাবে আমরা পুরো পাঁচ দিন ভালো বোলিং করতে পারি এবং ভালো ব্যাট করতে পারি।’

ঘরের মাঠে ভাল করলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাঁ-হাতি স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছে বাংলাদেশ। এতে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠে।

আর শ্রীলংকার দলেও অনেক বেশি স্পিনার রয়েছে। যা বাংলাদেশের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত নন মমিনুল । তিনি জানান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মধ্যে পার্থক্য রয়েছে।

মমিনুল বলেন, ‘অতীতের সিরিজে যা হয়েছে, আমাদের ভুলে যাওয়া প্রয়োজন। আমাদের শুধুমাত্র বর্তমান সিরিজ নিয়ে মনোযোগি হতে হবে। আবার আমাদের মনে রাখতে হবে, সর্বশেষ সিরিজের কন্ডিশন একেবারেই ভিন্ন ছিলো। আমরা এখন সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলবো এবং এই কন্ডিশন আমাদের পরিচিত। হ্যাঁ, অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া জরুরি আমাদের। আমি মনে করি, আমরা শিখেছি এবং আমরা একই ভুল করবো না।’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ ছিল মুশফিকুর রহিমের অফ-ফর্ম। ঐ সিরিজে বেশ কয়েকবার রিভার্স সুইপ করার চেষ্টা করে বাজে ভাবে আউট হন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সমালোচকরা বলেছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে রিভার্স সুইপের জন্য বাংলাদেশকে অনেক ম্যাচ হারতে হয়েছে।

মমিনুল জানান, মুশফিকের ব্যাটিংয়ের শক্তিশালী দিক হলো রিভার্স সুইপ। পরিস্থিতি যখন যা দাবি করে তখন প্রত্যেককেই তাদের প্রিয় শট খেলতে হবে। মমিনুল বলেন, ‘যেকোনও শট খেলার আগে পরিস্থিতি বুঝতে পারাটা জরুরি। ড্রেসিংরুমে সবাইকে তেমনই বার্তা দেয়া হয়েছে। আমি মনে করি, সবাই নিজেদের ভুল থেকে শিক্ষা নেবে।’

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ