এস্পানিওলের বিপক্ষে ড্র করলেই লা লিগার শিরোপা নিশ্চিত হত রিয়াল মাদ্রিদের। তবে ড্র নয়, বড় ব্যবধানে এস্পানিওলকে হারানোর মধ্য দিয়ে লা লিগার শিরোপা নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ।
শনিবার (৩০ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে এস্পানিওলকে উড়িয়ে দেয় রিয়াল। এতে করে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ৮১ পয়েন্ট নিয়ে রেকর্ড ৩৫তম বার লা লিগায় চ্যাম্পিয়ন হয় ঐতিহ্যবাহী ক্লাবটি।
এস্পানিওলের বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে মার্সেলোর পাস থেকে রিয়ালের হয়ে প্রথম গোল করেন রদ্রিগো। দশ মিনিট পর আরও এক গোল ব্রাজিলিয়ান উইঙ্গারের। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো আসেনসিও। এরপর গোল উৎসবে যোগ দেন রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাও। ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে সহজেই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ