ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বার্সা-নেইমার ঝামেলার অবসান

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২১, ০৭:১০

বার্সা-নেইমার ঝামেলার যেন শেষ হচ্ছিল না। অবশেষে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও নেইমার। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চলা আইনি জটিলতার সমাধান হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এর বাইরে গিয়ে সমঝোতায় পৌঁছেছে দু'পক্ষ।

বার্সার পক্ষ থেকে জানানো হয়, খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে নেইমারের সঙ্গে বার্সা এই ঐকমত্যে পৌঁছেছে। কেউ কারও বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

২০১৭ সালের আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এর মাত্র ৯ মাস আগে বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সে অনুযায়ী, নেইমারকে চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস দেওয়ার শর্ত ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। আবার বার্সেলোনা তখন নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের আলাদা অভিযোগ এনে মামলা ঠুকে দেয়।

গত বছরের জুনে নেইমারের করা মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত এবং তাকে আদেশ দেয় উল্টো ৬৭ লাখ ইউরো বার্সেলোনাকে পরিশোধ করতে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি কাতালান ক্লাবটির বিরুদ্ধে নতুন মামলাও করেছিলেন নেইমার।

জানা গেছে, গেল একমাস ধরে বার্সেলোনার আইনজীবীরা এই সমস্যা নিয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছিলেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ