ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে রীতিমতো চমকই দিলো আর্সেনাল। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে লন্ডন ডার্বিতে মুখোমুখি হয় চেলসি ও আর্সেনাল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেই ম্যাচে চেলসির বিপক্ষে ৪-২ গোলের জয় পায় আর্সেনাল।
ম্যাচের ১৩ মিনিটেই প্রথম এগিয়ে যায় আর্সেনাল। ক্লাবটির এনকেটিয়াহ গোল করে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে চেলসিকে সমতায় ফেরান টিমো ভেরনা। ২৭ মিনিটে এমিলে স্মিথ রোউই’র গোলে আবারও এগিয়ে যায় আর্সেনাল। তবে ৩২ মিনিটেই আবার সমতা ফেরায় ব্লুজরা। এ সময় সিজার আজপিলিকুয়েতা গোল করেন।
বিরতির পর অবশ্য আর সুবিধা করতে পারেনি চেলসি। ৫৭ মিনিটে এনকেটিয়াহ তার জোড়া গোল পূর্ণ করলে আর্সেনাল এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। আর ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) আর্সেনালের বুকায়ো সাকার গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
লন্ডন ডার্বি জিতে ৩২ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে আর্সেনাল। ৩১ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে চেলসি আছে তৃতীয় স্থানে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ