ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সহজ এবং বড় জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। মঙ্গলবার (১৯ এপ্রিল) মোহাম্মদ সালাহর জোড়া গোলে ৪-০ গোলের জয় পায় লিভারপুল।
নিজের পুত্র সন্তান হারানোর শোকে লিভারপুলের বিপক্ষে ম্যানইউ তারকা রোনালদো এই ম্যাচে খেলেননি। একই সাথে দলের অন্যতম স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেজও ইনজুরিতে পড়ে মাঠে নেই। মাঠের বাইরের সব সমীকরণের চিত্র ফুটে উঠেছে মাঠের দৃশ্যেই। পুরো ম্যাচে লিভারপুল বল দখলে রেখেছিল ৭২ শতাংশ সময়। গোলের জন্য তারা ১৪টি শট নেয়, যার ৪টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ম্যানইউর নেওয়া ২টি শটের একটি ছিল লক্ষ্যে।
ম্যানইউর জালে প্রথম বলটি জড়ান লুইস দিয়াজ। ম্যাচের মাত্র ৫ মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। রোনালদোহীন ম্যানইউর জালে দ্বিতীয় বল জড়াতেও খুব বেশি সময় নেয়নি অল রেডরা। এবার অ্যাসিস্টের ভূমিকায় সাদিও মানে। আর গোলের ভূমিকায় সালাহ।
লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। ম্যাচের ৬৮ মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্টে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৮৫ মিনিটে দিয়েগো জোতার বাড়ানো শট এগিয়ে গিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে আলতো পায়ে জালে জড়ান সালাহ। নিজের জোড়া গোলের সঙ্গে দলকে এনে দেন ৪-০ গোলের লিড।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ