ঘরের মাঠেও সুবিধা করতে পারছে না বার্সেলোনা। নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচ হারের পর এবার রেলিগেশন জোনে থাকা কাদিজের বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করলো বার্সা। সোমবার (১৮ এপ্রিল) লা লিগায় ১-০ গোলে দলটির কাছে হারল বার্সা।
কদিন আগে ঘরের মাঠে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নেয় বার্সা। কাদিজের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের জন্য সেরা চারে থাকাই সংশয়ে পড়ে গেল বার্সেলোনা।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পেরেজ খুব কাছ থেকে একমাত্র গোল করেন। পরে এরিক গার্সিয়া, উসমান দেম্বেলেরা চেষ্টা করেও কাদিজের গোলমুখ খুলতে পারেনি।
এই হারে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্টে এগিয়ে। কাদিজ এই ৩ পয়েন্ট পেয়ে ১৬তম স্থানে উঠে গেছে। তাদের অর্জন ৩১ পয়েন্ট।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ