ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

টোকিও গেলেন জহির-জুনাইনা

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২১, ০০:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৬:১৩

বাকির দেশে ফেরা নিশ্চিত হওয়ার দিন টোকিওর উদ্দেশে রওনা হয়েছেন অ্যাথলেট জহির রায়হান। গতকাল রোববার বিকেল সোয়া ছয়টায় কাতার এয়ারওয়েজে টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা তার। তার সঙ্গে যাবেন কোচ আব্দুল্লাহ হেল কাফি ও টিম লিডার হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তাদের সফরসঙ্গী সাঁতারের কোচ নিবেদিতা দাস।

সাবেক দ্রুততম মানব আব্দুল্লাহ হেল কাফির ২০০৪ এথেন্স অলিম্পিক খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারেননি। ক্রীড়াবিদ হিসেবে না পারলেও কোচ হিসেবে অলিম্পিকে যাচ্ছেন। যদিও তার প্রকৃত শিষ্য শিরিন আক্তার এবার অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পাননি। কাফি শেষ মুহূর্তে অনুশীলন করিয়েছেন জহিরকে। মাঝে জহিরের কোচ ছিলেন অন্য জন। অলিম্পিকের প্রস্তুতিতে এত কোচ বদলে জহিরের টাইমিংয়ে কেমন প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়।

সাঁতারু আরিফ দিন পাঁচেক আগে পৌঁছালেও আরেক সাঁতারু লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ পৌঁছাবেন আজ সোমবার। কোচ নিবেদিতাও অ্যাথলেটিক দলের সঙ্গে আজ টোকিও পৌঁছাবেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ