ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২২, ২২:০৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ের শংকা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ দল। ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। প্রোটিয়া বোলারদের বোলিং তুপে এই ম্যাচ বাঁচানো বাংলাদেশের জন্য অনেকটাই অসম্ভব। নতুন ব্যাটসম্যানকে সাথে নিয়ে মুমিনুল ৫ রানে সোমবার (১১ এপ্রিল) চতুর্থ দিনের শুরু করবেন।

টাইগারদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট করে ফলোঅনের লজ্জা দেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ফলোঅনে না ফেলে জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়ে প্রোটিয়া ক্রিকেটাররা। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

সিরিজের প্রথম টেস্ট ডারবানে ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে ৪১২ রানের টার্গেট পেল মুমিনুলরা। পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথম ইনিংসে ৪৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৪১২ রানের টার্গেট পেল মুমিনুলরা। জয়ের চিন্তা বাদ দিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে ড্র করাও টাইগারদের জন্য চ্যালেঞ্জিং।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ