ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় আক্রান্ত তামিম-মুশফিকদের কোচ

প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২২, ২১:১২

বাংলাদেশ দল তাদের প্রধান কোচকে ছাড়াই পোর্ট এলিজাবেথ টেস্টে লড়ছে। গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ থাকায় বাসায় অবস্থান করছেন তামিম-মুশফিকদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সবশেষ জানা গেল, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

টিম ম্যানেজমেন্টের নির্ভরযোগ্য সূত্র ব্যাপারটি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে জ্বর আসায় তার পিসিআর টেস্ট করা হলে রিপোর্টে নেগেটিভ আসলেও সুস্থ না হওয়ায় আবার অ্যান্টিজেন টেস্ট করা হয়। এই রিপোর্টে করোনা ধরা পড়ে।

পোর্ট এলিজাবেথের নিজ বাসায় আছেন ডমিঙ্গো। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গান হেরাথসহ বাংলাদেশের কোচিং স্টাফ দলের অন্যরা তামিম-মুমিনুলদের ফিট রাখতে নেতৃত্ব দিচ্ছেন।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ