ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৫৩ রানে থামলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২২, ১৯:০৮

দক্ষিণ আফ্রিকার শেষ দিকের ব্যাটারদের কল্যাণে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। লোয়ার অর্ডারের ব্যাটাররা টাইগার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেললে শেষ পর্যন্ত ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে। দলীয় ৩০০ রানে প্রোটিয়াদের কাইল ভারানেকে ফেরান খালেদ আহমেদ।

উইন মাল্ডারকে সঙ্গে নিয়ে এরপর ৮০ রানের জুটি গড়েন কেশভ মহারাজ। ৭৭ বলে ৩৩ রান করে মাল্ডার আউট হলেও ফিফটি তুলে নেন মহারাজ। শেষ পর্যন্ত তাকে থামান তাইজুল ইসলাম। ততক্ষণে ৯৫ বলে ৮৪ রান করে ফেলেছেন মহারাজ।

পরে শিমন হার্মারের ২৯ ও লিজার্ড উইলিয়ামসের ১৩ রান প্রোটিয়াদের ইনিংসটাকে লম্বা করেছে আরও। শেষ অবধি ৪৫৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার বল করে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, খালেদ পেয়েছেন ৩ উইকেট।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ