ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এফসি ব্রাহ্মণবাড়িয়ার দুই ফুটবলার যাচ্ছে পর্তুগাল

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২২, ০৩:৪৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এবার পর্তুগাল যাবে কাকলী আক্তার ও ফারজানা আক্তার রত্না। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর আয়োজন থেকে খেলোয়াড় বাছাই করে বিকেএসপিতে ২ মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয় ৪০ জন খেলোয়াড়কে। সেখান হতে বাছাইয়ের মাধ্যমে মোট ১৬ জন খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগাল পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গত বাংলাদেশ মহিলা ফুটবল লীগ-২০২১ এ এফসি ব্রাহ্মণবাড়িয়ার ২ জন মহিলা খেলোয়াড় উক্ত তালিকায় স্থান লাভ করেছে। কুষ্টিয়ার মেয়ে রত্না এবং ঠাকুরগাঁওয়ের মেয়ে কাকলী উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাবে।

দুই ফুটবলার রত্না ও কাকলীর এমন অর্জনে তাদেরকে শুভ কামনা জানিয়েছে মহিলা ফুটবল লিগের দল এফসি ব্রাহ্মণবাড়িয়া। বিদেশে উন্নত প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভা আরও বিকশিত করতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ