অর্থনৈতিক সংকটে বেশ বাজে সময় পার করছে শ্রীলঙ্কা। সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশজুড়েই চলছে বিক্ষোভ। ইতিমধ্যেই বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির সাবেক থেকে বর্তমান তারকারাও। দেশের এমন অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবতে পারছে না শ্রীলঙ্কা।
এমতাবস্থায় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে অভ্যর্থনা দিতে পারবে না বলে জানিয়েছে শ্রীলঙ্কা। তবে মে মাসে জাতীয় দলের সফর নিয়ে এখনও আলোচনা হয়নি।
এইচপি দলের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয় মঙ্গলবার (৫ এপ্রিল) বলেছেন, ‘প্রভাব তো স্বাভাবিকভাবে কিছুটা পড়বে। কোনো দেশে যদি ঠিকঠাক মতো চলাচল না করে....বিদ্যুৎ একটা বিষয়, খাবার। টু আর্লি টু কল। কিন্তু প্রভাব যে পড়বে সেটা বলা যায়। তবে এইচপিকে তারা এখন আমন্ত্রণ জানাতে পারছে না। এই অপরাগতা প্রকাশ করেছে। সফরটা বাতিল হয়নি। স্থগিত হয়েছে। পরিবেশ, পরিস্থিতি ভালো হলে অবশ্যই সফরটি হবে।’
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ