ঘরের মাঠে সেভিয়াকে রেকর্ড করার সুযোগ দেয়নি বার্সেলোনা। তাদেরকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সা। এই জয়ের ফলেও টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান ১২।
রোববার (৩ এপ্রিল) রাতে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রি।
এ ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল সেভিয়া। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব্যর্থ করে দিয়ে গত বছরের এপ্রিলের পর প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় জয় পেল বার্সেলোনা।
লিগে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, আতলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। এর মধ্যে বার্সা একটি ম্যাচ কম খেলেছে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ