স্প্যানিশ লা লিগায় নিজেদের অবস্থান আরও শক্ত করলো রিয়াল মাদ্রিদ। শনিবার (২ এপ্রিল) রাতে বেনজেমার জোড়া গোলে সেলতা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এগারো তম অবস্থানে সেলতা ভিগো। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া এবং ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
সেলতা ভিগোর বিপক্ষে ১৯ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার সফল স্পট কিক গোল এনে দেয় রিয়ালকে। এডার মিলিতাওকে বক্সে নোলিতো কড়া ট্যাকলে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে হাভি গালান ক্রস বাড়ান বক্সে। ফাঁকায় থাকা নোলিতো প্লেসিং শটে জাল খুঁজে নেন।
৬৪ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল কিন্তু এবার কাজে লাগাতে ব্যর্থ হন বেনজেমা। তার শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান দিতুরো। ৬৯ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার আর সুযোগ নষ্ট করেননি বেনজেমা। ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি সেলতা। রিয়ালও পারেনি ব্যবধান বাড়াতে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ