ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে: ডোমিঙ্গো

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২২, ১৯:২৭

বছরের শুরুতেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড বিপক্ষের সেই টেস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্টে ইতিবাচক ফলের ব্যাপারে আশাবাদী টাইগাররা। বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন, ভালো খেললে ফলাফল বাংলাদেশের পক্ষেই থাকবে।

টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমি জয় এনে দেই না, দল জয় এনে দেয়। ওয়ানডে সিরিজে দল ভালো খেলেছে। যেটা বললাম, কঠিন সিরিজ হবে। আমাদের ভালো খেলতে হবে। ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দিব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’

উইকেট প্রসঙ্গে কোচ বলেছেন, ‘আমরা যে ধরনের উইকেটে টেস্টের প্রস্তুতি নিয়েছি, মূল ম্যাচের উইকেটও ওরকম। তাই আশা করছি প্রস্তুতির উইকেটে অনুশীলন কাজে দিবে। বাংলাদেশের চেয়ে এই উইকেটে বেশি বাউন্স থাকবে। তবে এতটা বেশিও নয় যতটা মাতামাতি হচ্ছে। বিগত কয়েক বছর ধরে কিছুটা ধীর হয়ে গেছে। তবে বাউন্স থাকবে।’

আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন দুর্বল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরেকটি ইতিহাস গড়তে পারে কি না দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ