ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়ের লক্ষ্যে বিকেলে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা

প্রকাশনার সময়: ২৯ মার্চ ২০২২, ০৬:৪৩

মালদ্বীপের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ ফুটবল দল। তবে সেই আক্ষেপ দূর করে ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে জয়ের জন্য আজ (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মাঠে নামছে জামাল-জিকোরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা সাফ জানিয়ে দিলেন, জয়ের জন্যই এই ম্যাচে মাঠে নামবে তার দল।

সোমবার (২৮ মার্চ) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘মালদ্বীপ থেকে ফেরার পর আমরা রিকভারির দিকে গুরুত্ব দিয়েছি। একই সঙ্গে ভাবছি নিজেদের পরিকল্পনার সাথে খেলোয়াড়দের কীভাবে খাপ খাওয়ানো যায়। টেকনিক্যাল স্টাফদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সিলেটে এসে বিকেএসপিতে প্রথম প্র্যাকটিস সেশন খুব ভালো ছিল। খেলোয়াড়রা খুব সতেজ ছিল। গতকাল প্রথমবার এ মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছি। যেটা খেলোয়াড়দের উন্নতিতে অনেক কাজে দিয়েছে। মাঠ বেশ ভালো; ভালো ফুটবল খেলার জন্য যেটা গুরুত্বপূর্ণ।’

কোচ আরও বলন, ‘খুবই ভালো সেশন গেছে আগের দিন, ম্যাচের আগে আরেকটা সেশন পাব। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। জয়টা সবসময় গুরুত্বপূর্ণ। মালদ্বীপেও আমরা একই লক্ষ্য নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই দেশকে জয় এনে দিতে চাই। আমরা নিজেদের পরিকল্পনা ও কৌশল কতটুকু রপ্ত করতে পারি এবং মাঠে প্রয়োগ করতে পারি, এগুলোর উপরই নির্ভর করে ম্যাচের ফলাফল।’

‘দুটি ম্যাচের অ্যাপ্রোচ ও আইডিয়া (পরিকল্পনা ও মনোভাব) ভিন্ন রকম হবে। মালদ্বীপ এমন একটা দল, যারা টেকনিক্যালি মেধাবী, তারা বিল্ডআপের সময় সম্ভবত বেশি ঝুঁকি নেয়। আমার মনে হয়েছে মঙ্গোলিয়া প্রাণপ্রাচুর্যে ভরপুর দল। মালদ্বীপের মতো কৌশলী নয়, সম্ভবত ডিরেক্ট ফুটবল খেলে। তবে নিজেদের গেম পরিকল্পনা নিয়েই আমাদের মনোযোগী হতে হবে। কীভাবে আমরা কৌশলগুলো রপ্ত করব, মাঠে প্রয়োগ করব, প্রতিপক্ষের চেয়ে আমাদেরকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। আগের ম্যাচের মতো ৪-৪-২ এর বদলে এবার নতুন কিছু দেখতে পারবেন।’-যোগ করেছেন বাংলাদেশ কোচ।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ