লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভোরে চিলির বিপক্ষে মাঠে নেমেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন দলের প্রাণ-ভোমরা নেইমার। দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন নেইমার। চিলির বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। উল্লেখ্য যে, ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।
ব্রাজিলের রিও ডি জানেরিওতে শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট পর্যন্ত। ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন নেইমার। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এর দুই মিনিট পরই ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।
১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিকে অনিশ্চয়তায় চিলি, ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। বিশ্বকাপে যেতে হলে শেষ দুই ম্যাচেই জিততে হবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে পঞ্চম স্থানে থাকা পেরু ও চতুর্থ স্থানে থাকা উরুগুয়ের দিকে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ