ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ?

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ০০:৫৭ | আপডেট: ২৩ মার্চ ২০২২, ০১:৫৬

টাইগারদের এবারের দক্ষিণ আফ্রিকা সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে। ২০ বছরের খরা কাটিয়ে প্রথম বারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পায় বাংলাদেশ দল। যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। ফলে, তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। এই ম্যাচে যে দল জয়ী হবে সে দলই সিরিজ নিজেদের করে নিবে।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে যারা নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে তাদের সিরিজ জয়ের হাতছানি রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারাতে ২০ বছর অপেক্ষা করা বাংলাদেশ কি পারবে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নিতে?

দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও সিরিজের শেষ খেলায় বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। জানা গেছে, দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ