ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিয়ালকে উড়িয়ে দিয়ে বার্সেলোনার বড় জয়

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২২, ০৪:২৪

এ যেন অন্য এক বার্সেলোনা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে রীতিমত উড়িয়ে দিল তারা। রোববার (২০ মার্চ) রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। ছন্দময় ফুটবল খেলে রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে রাখে বার্সা। বার্সেলোনা ম্যাচের প্রথম গোলের দেখা পায় ২৯ মিনিটে। ডান দিক থেকে ওসমান দেম্বেলের মাপা ক্রসে হেডে বল জালে জড়ান গ্যাবন জাতীয় দলের অধিনায়ক অবামেয়াং। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ম্যাচের ৩৮ মিনিটে দেম্বেলের কর্নারে হেডে লক্ষ্যভেদ করে আরোহো।

৪৭ মিনিটে ফেরান তোরেসের দারুণ গোলে ব্যবধান ৩-০ করে বার্সেলোনা। ৫১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন অবামেয়াং। ফেরান তোরেসের পাসে বক্সে ঢুকে কোর্তুয়ার মাথার উপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন অবামেয়াং। বার্সেলোনার জার্সিতে এটি তার নবম গোল। বাকি সময়ে বার্সেলোনা আর ব্যবধান বাড়াতে পারেনি। রিয়ালও পারেনি কোনো গোল শোধ দিতে।

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচে কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ