সাকিব আল হাসান রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। এরই মাঝে দুঃসংবাদই পেল সাকিব। অসুস্থ হয়ে সাকিব আল হাসানের মা, ছেলে, মেজো মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এদিকে, পরিবারের এমন অবস্থায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। যদিও সাকিব এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।
নির্ভরযোগ্য এক সূত্র নিশ্চিত করেছে, সাকিবের দেশে ফেরা নির্ভর করবে পরিবারের সদস্যের অবস্থার উপর। যদি সাকিব চান তবে সিরিজের মাঝেই দেশে ফিরতে পারবেন। বিসিবি থেকেও তিনি সব ধরনের সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
হাবিবুল বাশার বলেছেন, ‘সাকিব এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। সোমবার সকালে (বাংলাদেশ সময় দুপুর) ওখানকার অবস্থা বুঝে সাকিব সিদ্ধান্ত নেবে। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকার পরিস্থিতির উপর। যদি প্রয়োজন অনুভব করে তাহলে ফিরে যাবে। পারিবারিক জরুরি প্রয়োজনে বিসিবি সব সময়ই সব ক্রিকেটারের পাশে থাকে। ওখানে কতোটুকু রিকোভার করে সেটা জানবে, এরপর সিদ্ধান্ত নেবে।’
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ