ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসিবিহীন পিএসজিকে লজ্জা দিল মোনাকো

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২২, ২৩:১৮

ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোঁচট খেল পিএসজি। মেসিবিহীন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর এমন হার চাপ তৈরি করবে দলটির কোচ পচেত্তিনোর উপর। মেসি না খেললেও এদিন মাঠে ছিলেন এমবাপে ও নেইমার। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা।

মোনাকোর বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। এ সময় ডানদিক থেকে ইউসুফ ফোফানার ক্রসে বক্সের মধ্যে পা লাগিয়ে জালে পাঠান উইসাম বেন ইয়াদের। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোনাকো। এ সময় রুবেন আগুইলার ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন কেভিন ভোলান্ডকে। তিনি আপ্রাণ চেষ্টা করে বলে পা লাগান। সেটা ধরতে ব্যর্থ হন পিএসজির গোলরক্ষক। বল জালে প্রবেশ করে।

৮৪ মিনিটে পেনাল্টি পায় মোনাকো। এ সময় পিএসজির কিম্পেম্বে বক্সের লাইনের সামনে ফাউল করেন মোনাকোর ভোলান্ডকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে বেন ইয়াদের গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে হারলেও ২৯ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর চেয়ে তারা এগিয়ে আছে ১৫ পয়েন্টে। অন্যদিকে ২৯ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে মোনাকো উঠে এসেছে সপ্তম স্থানে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ