দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর আগে প্রোটিয়াদের মাটিতে খেলা ১৪ ওয়ানডে ম্যাচের কোনটিতেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। অবশেষে সেই আক্ষেপ দূরে সরিয়ে প্রথম ম্যাচে জয় পায় টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে এমন পারফরম্যান্স বাংলাদেশকে দলকে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। শনিবার (১৯ মার্চ) দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটিই জানালেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই।’
মিরাজ আরও যোগ করেন, ‘আমাদের চিন্তা ভাবনাও অমন বিশ্বকাপ জিততে পারি, এশিয়া কাপ জিততে পারি, দেশের বাইরে সিরিজ জিততে পারি। সেভাবেই আমরা পরিকল্পনা করছি প্রসেস করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেটে খেলে ভালো খেলে জয় অর্জন করতে পারি, সে পথে এগোচ্ছি।’
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ