ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজাখস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ১৭:৩৩

এএইচএফ কাপ হকিতে বড় জয়ে ফাইনালে পা রাখলো বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) বিকেলে টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টানা ৪র্থ বারের মত ফাইনালে উঠলো বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক সহ চার গোল করেছেন আশরাফুল ইসলাম। এছাড়াও গোল পেয়েছেন খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ ও রাসেল মাহমুদ জিমি। ৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ইসলাম ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন। ৯ মিনিটে একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল এসেছে। আশরাফুল ইসলাম একইভাবে গোল করে দলকে আবারও এগিয়ে নেন।

৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান, ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল, ৪১ মিনিটে পিসি থেকে আশরাফুল, ৪৫ মিনিটে পিসি থেকে খোরশেদুর গোল করেন। ৪৯ মিনিটে জিমি ও ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করলে ব্যবধান ৮-০ হয়। ৫৫ মিনিটে আমানের গোলে কাজাখস্তান ব্যবধান কমিয়ে ৮-১ করে।

ওমানের বিপক্ষে আগামীকাল (২০ মার্চ) ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ওমান ২-১ গোলে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ