টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ২০২২ এর আসর বসবে শ্রীলঙ্কায়। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আয়োজক দেশ এবং শুরুর তারিখ নির্ধারণ করা হলেও এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত সূচি।
শনিবার (১৯ মার্চ) এজিএম শেষে এসব তথ্য জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টেস্ট খেলুড়ে ৫টি দেশ— আয়োজক শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে আরও একটি দেশ লড়বে এই টুর্নামেন্টে। আরেকটি দলকে বাছাইপর্বে উতরে আসতে হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে বাছাইপর্ব। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং ও সিঙ্গাপুর বাছাইপর্বে লড়বে।
শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে ২০২২ সালে হচ্ছে সেটি। অন্যদিকে এশিয়া কাপ ২০২২ আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু তাদের ২০২৩ এশিয়া কাপ আয়োজন করার কথা রয়েছে।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ