চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন নারী আর্চার নাসরিন আক্তার। শনিবার (১৯ মার্চ) বিকেলে দিয়া সিদ্দিকীকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন নাসরিন আক্তার।
দিয়া সিদ্দিকীর বিপক্ষে প্রথম সেট ২৮-২৬ পয়েন্টে জিতেন নাসরিন। দ্বিতীয় সেটেও নাসরিনের জয় ২৮-২৬ পয়েন্টে। তৃতীয় সেট ২৮-২৮ পয়েন্টে সমতায় থাকে। পরের সেটও সমতা হয় ২৭-২৭ পয়েন্টে।
আর্চারিতে এটি নাসরিনের তৃতীয় স্বর্ণ। এর আগের স্বর্ণ দুটি ছিল দলগত। তিনি রোমানের সঙ্গে স্বর্ণ জিতেছেন রিকার্ভ মিশ্রতে। দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশার সঙ্গে স্বর্ণ জিতেছেন নারী রিকার্ভ দলগত বিভাগে।
এ নিয়ে বাংলাদেশ তিনটি স্বর্ণ জিতলো। প্রথম দুটি স্বর্ণই বাংলাদেশ জিতেছিল ভারতকে হারিয়ে। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার। এরপর দুপুরে দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের তিন আর্চার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ