ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্চারিতে ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২২, ১৫:১২

ক্রীড়াঙ্গনে সময়টা বেশ ভালো যাচ্ছে বাংলাদেশের। নারী বিশ্বকাপে প্রথমবারের মত জয়ের সাফল্য পাওয়ার পর গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত তাদের হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই রেশ না কাটতেই এবার আর্চারে সুখবর পেল বাংলাদেশ।

থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) ফাইনালে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।

স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৩৪-৩৭ পয়েন্টে সে তীর জিতে নেয় ভারত। পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে বাংলাদেশ চমক দেখায় শেষ দুই তীরে। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ