দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট দল। কেপটাউনে অনুশীলন করছে টেস্ট দলের ক্রিকেটাররা। অন্যদিকে, ওয়ানডে দল অনুশীলন করছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে।
ওয়ানডে দলের এই অনুশীলনে সাকিব-তামিমদের সঙ্গী হচ্ছেন আরেক দক্ষিণ আফ্রিকান। প্রোটিয়া ক্রিকেটার আলবি মরকেলকে খন্ডকালীন চুক্তিতে পাওয়ার হিটিং কোচ হিসেবে সংযুক্ত করেছে বিসিবি।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ওয়ানডে সিরিজের আগে আজ (১৫ মার্চ) থেকে দলের সঙ্গে কাজ করবে আলবি মরকেল। পাঁচদিন তার অধীনে পাওয়ার হিটিং অনুশীলন করবে ক্রিকেটাররা।’
এর বাইরে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের অনুশীলন চলবে দশ দিন। তবে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন সময় দিতে পারবেন তিন দিন। টেস্ট দলের এই অনুশীলন পর্ব তদারকিতে আছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ