ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে: নাসির

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ১৮:৪৩

নাসির হোসেন। এক সময় বাংলাদেশ দলের নিয়মিত মুখ ছিলেন। তবে সময়ের সাথে সাথে যেন নিজেকেই হারিয়ে ফেললেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির আবারও ফিরতে চান জাতীয় দলে। তবে কাজটা যে সহজ হবে না সেটিও জানেন তিনি। আর সেজন্য আগে বাইশ গজে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে ফিরছেন নাসির। জাতীয় দলকে পাখির চোখ করে রাখলেও নাসির আগে নিজেকে প্রমাণ করতে চান প্রিমিয়ার লিগে। নাসির মনে করেন, প্রিমিয়ার লিগে পারফর্ম করতে পারলে হয়তো আবারও সুযোগ পেতে পারেন জাতীয় দলে।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমি খেলার বাইরে। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি, তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। তাই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, একটা সুযোগ। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয় দলের কাছাকাছি আসতে পারি। এটাই ফোকাস থাকবে, পারফর্ম করব ইনশাআল্লাহ্‌।’

জাতীয় দলে ফিরতে হলে যে ধারাবাহিক পারফরম্যান্সের প্রয়োজন, তা নাসির বেশ ভালো করেই জানেন। আর তাই সবকিছুর আগে নিজের পারফরম্যান্সের দিকেই মনযোগ দিতে চান এ আলোচিত ক্রিকেটার।

নাসির বলেন, ‘যেখানেই খেলি না কেন সবসময় পারফর্ম করার চেষ্টা করি। সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়, আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি। ডিপিএলে কীভাবে পারফর্ম করব, কীভাবে দলকে জেতাব এটাই এখন আমার মনোযোগ। পারফর্ম করলে সহজ হবে।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ