আগের তিন ম্যাচেই বড় জয় পেয়েছিল বার্সেলোনা। এলচের বিপক্ষেও তাই বড় জয়ের প্রত্যাশা ছিল বার্সা সমর্থকদের। তবে গোল মিসের মহড়ায় কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। পেনাল্টির কল্যাণে এলচের বিপক্ষের ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
প্রথমার্ধেই স্বাগতিক এলচের বিপক্ষে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। রোববারের এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত বার্সা।
এছাড়া ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল বেতিসকে টপকে পয়েন্ট তালিকায় তিনে জায়গা করে নিয়েছে জাভি বাহিনী। অন্যদিকে, ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল বেতিস।
ম্যাচের ৩৭ তম মিনিটে নিশ্চিত সুযোগ মিসের মিনিট সাতেক পর দারুণ শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ফিদেল চাভেস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এলচে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ আরও শানায় বার্সা। কিন্তু চূড়ান্ত সাফল্য মেলেনি। অবশেষে ৬০তম মিনিটে লা লিগায় নিজের প্রথম গোল করে দলকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধে গাভির বদলি হিসেবে নামা ফেরান তোরেস। তবে এদিন হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো তার। নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এদগার বাদিয়া।
৮৪তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আরেক বদলি মেম্পিস ডেপাই।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ