আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ের মধ্যে দিয়ে সিরিজ পরাজয় এড়ায় আফগানিস্তান।
এ ম্যাচ হারের জন্য যেমন কাঠগড়ায় ব্যাটসম্যানরা, তেমনি সহজ ক্যাচ ছেড়ে সে ব্যর্থতায় ভাগ বসিয়েছেন ফিল্ডাররা। নাসুম আহমেদ, আফিফ হোসেন, নাঈম শেখরা ছেড়েছেন সহজ ক্যাচ। হাফ চান্স হাতছাড়া হয়েছে আরো দুটি। ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ জিততে একেবারেই বেগ পেতে হয়নি আফগানিস্তানের। হযরতউল্লাহ জাজাইয়ের ফিফটির সঙ্গে দুই ব্যাটসম্যান উসমান ঘানির ৪৭ রানের সুবাদে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।
বাংলাদেশের দেয়া ১১৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট তুলে নেন মাহেদী হাসান।
তবে বাংলাদেশ সে ছন্দ ধরে রাখতে পারেনি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো আফগানিস্তান খেই হারায়নি একদম। হজরতউল্লাহ জাজাই ও উসমান গানি মিলে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে।
ব্যক্তিগত ৪৭ রানে উসমান মাহমুদুল্লাহর শিকার হয়ে মাঠ ছাড়লেও দারুণ এক ফিফটি তুলে নেন জাজাই। বাকি পথটা পার হতে খুব বেশি বেগ পেতে হয়নি দারউইশ রাসুলি ও জাজাইয়ের। ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান।
এর আগে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে মুনিম শাহরিয়ার (১০ বলে ৪ রান) বিদায় নিলে। গত ম্যাচে ব্যাট হাতে রান পাওয়া লিটনও এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাবধানী শুরু করলেও ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ৪৫ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন নাঈম শেখ (১৯ বলে ১৩ রান) ও সাকিব আল হাসানও (১৫ বলে ৯ রান)।
উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ প্রথম ১০ ওভারে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, গড়েন ৪৩ রানের পার্টনারশিপ।
মুশফিকের বিদায়ে টাইগাররা আবারও খেই হারিয়ে ফেলে। শেষদিকে প্রত্যাশা অনুযায়ী রান তুলে না পারায় জড়ো করা যায়নি কাঙ্ক্ষিত পুঁজি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৫ রান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ