ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২২, ১৪:২৯ | আপডেট: ০৫ মার্চ ২০২২, ১৪:৪৬

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে একাদশে ফিরেছেন মুশফিক। মুশফিকের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এখনও এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বাংলাদেশের জয় তিনটি, আফগানরা জিতেছে বাকি চার ম্যাচ।

তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুই ম্যাচ জেতায় পাল্লাটা ভারী থাকবে স্বাগতিক বাংলাদেশের দিকেই। এদিকে, ফিট হয়ে ওঠায় বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম, বাংলাদেশের হয়ে যিনি খেলবেন নিজের শততম টি-টোয়েন্টি। গত বিশ্বকাপের পর এবারই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন মুশফিক।

বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, উসমান ঘানি, করিম জানাত, ফজলহক ফারুকি, শরফউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ