ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ওয়ার্নের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ২১:৫৯

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে মারা যান ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার।

ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, 'শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিক্যাল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।'

শেন ওয়ার্ন শুধু অস্ট্রেলিয়ারই নয়, বরং পুরো বিশ্বেরই কিংবদন্তি ক্রিকেটার। ওয়ার্নের এমন হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। সাবেক থেকে বর্তমান ক্রিকেটার, সবাই বিস্মিত ওয়ার্নের মৃত্যুর খবরে। ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অনেক তারকা ক্রিকেটার।

কুমার সাঙ্গাকারা: শ্রীলঙ্কার সাবেক উইকেট কিপার ব্যাটার শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। নিজের টুইটারে সাঙ্গাকারা লিখেন, 'কিংবদন্তি ওয়ার্নের এমন খবর শুনে খুবই অবাক হয়েছি। বন্ধুর এমন খবর এখনও বিশ্বাস করতে পারছি না।'

মোহাম্মদ রিজওয়ান: পাকিস্তানের বর্তমানের অন্যতম সেরা ব্যাটার রিজওয়ানও কিংবদন্তি ওয়ার্নের মৃত্যুতে শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজওয়ান লিখেন, 'কিংবদন্তি ওয়ার্নের প্রয়াণে পুরো ক্রিকেট বিশ্ব শোকাহত। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগেরই সমাপ্তি ঘটলো। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের জন্য প্রার্থনা করি যেন এই শোকের সময়ে শান্তি ও সান্ত্বনা পান।'

বাবর আজম: পাকিস্তানের বর্তমান সময়ের আরেক জনপ্রিয় ক্রিকেট বাবর ওয়ার্নের মৃত্যুতে টুইটারে লিখেন, 'এটা বিশ্বাস করা কঠিন। ক্রিকেট দুনিয়ার জন্য বড় ক্ষতিই হয়ে গেল। তিনি তাঁর জাদুকরী লেগ স্পিন দ্বারা অনেককে অনুপ্রাণিত করেছেন। আপনি সব সময় স্মরণে থাকবেন। আমার প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য।'

লিয়াম লিভিংস্টোন: ওয়ার্নের মৃত্যুতে ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন লিখেন, 'শেন ওয়ার্নের কারণেই আমি লেগ স্পিনার করি এবং জার্সি নাম্বার ২৩ বাছাই করেছি। পুরো ক্রিকেট বিশ্বের জন্য আজকের দিনটি শোকের। শেন ওয়ার্ন একজন সত্যিকারের ক্রিকেট কিংবদন্তি!'

শিখর ধাওয়ান: ভারতের ওপেনার ওয়ার্নের মৃত্যুতে শোকাহত শিখর ধাওয়ান। টুইটারে এক শোক বার্তায় তিনি লিখেন, 'দু:খিত, নির্বাক, এবং সম্পূর্ণরূপে হতবাক আমি। তাঁর মৃত্যু ক্রিকেটের জন্য বড় ক্ষতি। আমার বলার মতো ভাষা নেই। আপনি খেলাধুলার জন্য যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। শান্তিতে বিশ্রাম, শেন ওয়ার্ন।'

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ