ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টাইগারদের নতুন বোলিং কোচ ডোনাল্ড

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ১৯:২৮

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে। শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

খেলোয়াড়ী জীবনে বাইশ গজের 'সাদা বিদ্যুৎ' খ্যাত ডোনাল্ডের সঙ্গে আপাতত চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ডোনাল্ড নিজের দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৯১ সালে কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডোনাল্ডের। এক যুগের ক্যারিয়ারে ১৬৪ ওয়ানডের ১৬২ ইনিংসে নিয়েছেন ২৭২ উইকেট। এছাড়া ৭২ টেস্টের ১২৯ ইনিংসে শিকার ৩৩০। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১২১৬ উইকেট আর লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৬৮৪ উইকেট। প্রথম শ্রেণিতে ব্যাট হাতে তার ২৭৮৫ রান আছে। একটি ফিফটিও করেছেন। ২০০৩ বিশ্বকাপের পর তিনি অবসর নেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ