আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত মুশফিকুর রহিম। অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পান তিনি। ব্যথা থাকায় মুশফিককে আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। ব্যথা কমলে মুশফিকের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘হাতে ব্যথা পাওয়ার পর আমরা স্ক্যান করেছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন, ব্যথা কেমন থাকে সেটা দেখতে হবে। প্রথম ম্যাচ খেলানো না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।’
টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে ব্যথা কমলে খেলতে পারবেন মুশফিক। ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আমরা পর্যবেক্ষণের পর পাওয়া রিপোর্টের অপেক্ষায় আছি। ব্যথা কমলে খেলতে পারবে। তবে এখনো ফোলা বোঝা যাচ্ছে না। এই ধরনের চোটে সাধারণত ২৪ ঘণ্টা পর ফোলা বোঝা যায়। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ