ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৮

প্রায়ই শোনা যায়, হারিয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। তার বলে নেই আগের মতো ধাঁর। তবে পরিসংখ্যান অন্তত সেই কথার পক্ষে সায় দেয় না। কেননা প্রায় প্রতি টুর্নামেন্টেই সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ওপরের দিকেই থাকে এ বাঁহাতি পেসারের নাম। ব্যতিক্রম হলো না এবারের বিপিএলেও।

সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরেও সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বাঁহাতি পেসার। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি

১. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭

২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০

৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩

৪. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯

৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

নয়া শতাব্দী/এসএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ