ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিএলে কাল মুখোমুখি হবে যে চার দল

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২২, ১৬:০৬

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠেছিলো ছয় দিন আগে। এরই মধ্যে ঢাকার প্রথম পর্বের সমাপ্তি হয়েছে। গ্রুপ পর্বের ৩০ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে আটটি ম্যাচ।

প্রতিটি দলই কমপক্ষে দুইটি করে ম্যাচ খেলেছে। তবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। দলটি প্রথম পর্বে খেলেছে চারটি ম্যাচ। তিনটি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। বাকি তিন দল খেলেছে দুইটি করে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। বেলা দেড়টায় শুরু হবে দুই দলের লড়াই।

দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা দুইটি সরাসরি সম্প্রচান করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ