ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে লড়াইয়ের আগে টেবিলে কোন দল কোথায়

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ঢাকার প্রথম পর্ব ইতোমধ্যে সমাপ্তি হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে মাঠের লড়াইয়ের আগে মিরপুরে গড়িয়েছে আটটি ম্যাচ।

ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুইটি ম্যাচ খেলে দুটতেই জয় পেয়েছে তারা। সিলেটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২ উইকেটের জয়ের পর ফরচুন বরিশালকে হরায়া ৬৩ রানে। দুই ম্যাচে দুই জয়ে কুমিল্লার পয়েন্ট চার।

টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা পর্বে তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় ও একটিতে হেরেছে বন্দরনগরীর দলটি। প্রথম ম্যাচে বরিশালের কাছে চার উইকেটের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৩০ ও খুলনাকে ২৫ রানে হারিয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে চট্টগ্রাম।

এছাড়া দুইটি করে ম্যাচ খেলে একটি করে জয় নিয়ে টেবিলের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স।

তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চারটি ম্যাচ খেলা মিনিস্টার গ্রুপ ঢাকা একটি মাত্র জয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে। ঢাকার একমাত্র জয়টি আসে বরিশালের বিপক্ষে। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটের কাছে পরাজিত হয় মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফিরা।

চট্টগ্রামের সমান সংখ্যাক তিনটি ম্যাচ খেলে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে সাকিব-গেইলের বরিশাল। বরিশালের একমাত্র জয়টি চট্টগ্রামের বিপক্ষে আসে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে।

এক নজরে পয়েন্ট টেবিল :

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ