আর মাত্র একদিন পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আসন্ন এই আসরে আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বের ভার উঠেছে ইমরুল কায়েসের কাঁধে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
সর্বশেষ ২০১৯ সালের বিপিএলে ইমরুল কায়েসের নেতৃত্বেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ঢাকা ডায়মাইটসকে হারিয়ে শিরোপা জেতে তারা।
২০১৯ বিপিএলে অবশ্য শুরুতেই অধিনায়ক ছিলেন না ইমরুল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ শুরুর ম্যাচগুলোতে টস করতে নেমেছিলেন।
তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে স্মিথ দেশে ফিরে যাওয়ায় নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে। তার নেতৃত্বে খেলেন তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার।
এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নেই পঞ্চপান্ডবের কেউই। তবে আছে ফাফ ডু প্লেসিস, সুনিল নারিন, মঈন আলির মতো বড় বড় নাম। কিন্তু আগে থেকেই দেশি কোনো ক্রিকেটারকে অধিনায়ক করার ঘোষণা দিয়ে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘোষণামতোই ইমরুলকে দায়িত্ব বুঝিয়ে দিলো তারা।
আগামী ২২ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ইমরুল কায়েস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সুনিল নারিন, মঈন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরুন ডেলপোর্ট, ওশান থমাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মাহেদি হাসান।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ