ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের সূচি বদল

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ১১:৩০

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ এর খেতাব নিয়ে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।

যুবাদের এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের শুরুর দিনেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে পরিবর্তন হয়েছে সেই সূচি। নতুন সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ডিসেম্বর।

২৪ তারিখ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক রাকিবুল হাসানের দলের প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে আগামী ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ