নিউজিল্যান্ড থেকে এলো দুঃসংবাদ। বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি দলের অনুশীলন সাময়িক স্থগিত করা হয়েছে। নিউ জিল্যান্ডের সরকারের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।
নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল। বাংলাদেশ দলকে আরও ৩ দিন নিউজিল্যান্ড সরকারের নির্ধারিত এমআইকিউ সেন্টারে থাকতে হবে।
নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় নাফিস ইকবাল বলেছেন, ‘আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য হোল্ড করতে বলা হয়েছে। এই নির্দেশনা সরাসরি এসেছে, নিউ জিল্যান্ডের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। অনিবার্য পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত।’
‘মূলত আমাদের আরেকটি টেস্ট বাকি আছে। আমরা তিনটি কোভিড টেস্ট করিয়েছি। নয় নম্বর দিনে যেটা হবে। সেটা ক্লিয়ার হলে আমরা অল ক্লিয়ার হয়ে যেতাম। আগে থেকেই নিউ জিল্যান্ডে নির্ধারিত ছিল ১৪ দিনের কোয়ারেন্টাইন। কিন্তু আমাদের সফরের আগে দুই বোর্ডের আলোচনায় ৭ দিন করা হয়েছিল। সঙ্গে ৩ দিন।’
‘এটা ১০ দিন সব সময়ই ছিল। ৭ দিন ছিল এমআইকিউয়ের আন্ডারে। ৩ দিন ছিল হোটেলে থেকে গিয়ে অনুশীলন করতে পারবে। আবার হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হতো। এই ১০ দিনই ছিল।’
বুধবার জানা গিয়েছিল, বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হয়েছেন। তাকে আলাদা রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউ জিল্যান্ড গিয়েছে সেই ফ্লাইটে একজনের কোভিড পজিটিভ হয়েছে। তার আশেপাশে থাকা দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে।
মুমিনুল, ইয়াসির, সোহান, ফজলে মাহমুদ ও মিরাজ রয়েছেন সেই তালিকায়। তাদের পাশাপাশি এখন পুরো দলকেই কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হচ্ছে।
নাফিস হেরাথ সম্পর্কে বলেছেন, ‘রঙ্গনা হেরাথ ভালো আছেন। তার উন্নতি হচ্ছে। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আশা করছি খুব শিগগিরিই আমরা তাকে পাবো।’
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ