ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার থাবায় স্থগিত ওয়ানডে সিরিজ 

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় জেগেছিল শঙ্কা। অবশেষে সেটাই সত্যি হলো। শনিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত হয়ে গেছে। অবশ্য বৃহস্পতিবার রাতে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ খেলেছে ক্যারিবীয়রা।

এর আগে সকালে ওয়েস্ট ইন্ডিজের পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর আসে। তিন ক্রিকেটার আকিল হোসেন, শাই হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে সহকারী কোচ রডি ইস্টউইক ও ফিজিও আকশাই মানসিং করোনা পজিটিভ হয়েছেন।

পরে এক যৌথ বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ও পিসিবি জানায়, বৃহস্পতিবার সকালে অবশিষ্ট ১৫ জন ক্রিকেটার ও ৬ জন সাপোর্ট স্টাফ পরীক্ষায় নেগেটিভ আসায় টি২০ সিরিজের শেষ ম্যাচটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং উইন্ডিজ দলের খেলোয়াড় সংখ্যা কমে আসায় ওয়ানডে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিত সিরিজটি ২০২২ সালের জুনের শুরুতে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ