ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা আক্রান্ত রঙ্গনা হেরাথ, বিপাকে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৬

নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

এ তথ্য জানান দলের এক সদস্য।

হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন শ্রীলঙ্কান এ কিংবদন্তি স্পিনার।

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছে।

দলের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পর অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যের আইসোলেশনের মেয়াদ বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে তারা জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ