ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের বিপক্ষে পারল না ক্যারিবীয়রা

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ০০:১০

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মত আর উড়ে যায়নি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে লড়াই করলো তারা। কিন্তু শেষ ওভারে গড়ানো উত্তেজনায় শেষ পর্যন্ত পেরে উঠল না ক্যারিবীয়রা। টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলল বাবর আজমের দল।

পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ১৭৩ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাবরের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেননি ক্যারিবিয়ানরা। ৩১ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ব্রান্ডন কিং আর অধিনায়ক নিকোলাস পুরান। ২৬ বলে ২৬ রান করে আউট হন পুরান।

এক প্রান্তে দলের আশা হয়ে ছিলেন কিং। ৪৩ বলে ৬৭ রানে হারিস রউফ তাঁকে থামালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা ফিকে হতে থাকে। তবে শেষ দিকে ১৯ ৩৫ রানের ইনিংসে শেষ চেষ্টা করেও পেরে ওঠেননি রোমারিও শেফার্ড। এর আগে ব্যাটিংয়ে শুরুতে সুবিধা করতে পারেননি বাবররা। দলীয় ১৭ রানে রানআউটের কাটায় আটকা পড়েন ফেরেন পাকিস্তান অধিনায়ক। তবে পাকিস্তানকে বড় রানের লক্ষ্য রাখেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর ৩০ বলে ৩৮ রানের ইনিংসের সঙ্গে হারদার আলী করেন ৩৪ বলে ৩১ রান।

তবে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন ইফতেখার আহমেদ আর শাদাব খানের দুটি ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৩২ রান করেন ইফতেখার। শাদাব তিন ছক্কা আর এক চারে করেন ২৮ রান।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ