প্রথমদিনের শেষ সেশন থেকে শুরু, এরপর দুইদিন শুধু বৃষ্টিরই আনাগোনা ছিল মিরপুরে। চতুর্থ দিনে তিনশ রানেই ইনিংস ঘোষণা পাকিস্তানের, ৭৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কায় বাংলাদেশ।
মুমিনুল হকের রানআউট ছাড়া বাকি ছয়টি উইকেটই নিজের করে নিয়েছেন অফস্পিনার সাজিদ খান। পেসাররা আলোকস্বল্পতার কারণে বোলিংই করতে পারেননি! অধিনায়ক বাবর আজমকে যখন বলা হয় বল করতে হবে শুধু স্পিনার দিয়েই, তিনি হাসিমুখেই মেনে নেন। লক্ষ্যটাও স্পষ্ট, জয়ের বিকল্প কিছু তখনও ভাবছে না সফরকারীরা।
ঘরের চেনা মাঠে টাইগারদের ফলোঅন এড়ানো নিয়ে শঙ্কায় থাকতে হবে এটা হয়তো ভাবেনি কেউই। ব্যাটসম্যানদের অচেনা ক্রিকেটটাই গড়ে দিয়েছে পার্থক্য। দায়িত্বহীন সব শট মারার ঝুঁকি নিয়ে ‘যাওয়া আসার’ মিছিলটাই শুধু লম্বা করেছেন ব্যাটসম্যানরা। ২৩* রানে অপরাজিত থাকা সাকিব আল হাসানই তাই একমাত্র ভরসা, ফলোঅন এড়াতে যে টাইগারদের করতে হবে আরোও ২৫ রান!
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ