ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

একই ম্যাচে দুই রেকর্ড 

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:২৭

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে পার্ক দি প্রিন্সেসে ৪-১ গোলে হারিয়েছে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে। এ ম্যাচে জোড়া গোল পেলেন লিওনেল মেসি। আর নিজের দ্বিতীয় গোল করেই ফুটবলের কালোমানিক পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি।

ফুটবলের ইতিহাস, বই–পুস্তক ও পরিসংখ্যান পোকাদের হিসাবে অফিশিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৫৭। আজ দুই গোল করে ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা ৭৫৮ করে ফেলেছেন মেসি। ১৭ বছর আগে এমন দিনের কথা কী ভেবেছিলেন এই আর্জেন্টাইন তারকা?

এদিকে, মেসির পেলেকে টপকে যাওয়ার ঐতিহাসিক দিনে আলো ছড়িয়েছেন পিএসজির ফরাসি তারকা এমবাপ্পেও।

মেসির মতো জোড়া পেয়েছেন তিনিও। চ্যাম্পিয়ন লিগ ক্যারিয়ারে নিজের ৩০ গোল পূর্ণ হলো ফরাসি তারকার।

এতে সতীর্থ মেসিরই এক রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন মেসি।

৩০ গোল করার সময় মেসির বয়স ছিল ২৩ বছর ১৩১ দিন। আর মঙ্গলবার রাতে এমবাপ্পে ২২ বছর ৩৫২ দিন বয়সে ৩০ গোল পেলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ