ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিসের কাছে ধরা খেল মেসি-এমবাপ্পেরা 

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ০৭:০৩

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখল প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি)। তবে খুব বেশি সুযোগ অবশ্য তৈরি করতে পারল না তারা, পেল না জালের দেখাও। জমাট রক্ষণের সঙ্গে গোলরক্ষকের দৃঢ়তায় শিরোপাপ্রত্যাশীদের রুখে দিল নিস।

বুধবার রাতে পার্ক দেস প্রিন্সে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি। লিগে এটা পিএসজির দ্বিতীয় ড্র। অন্যদিকে নিসের চতুর্থ।

এই ড্রয়ে ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন মেসি-ডি মারিয়ারা। সমান ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিস। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেলি।

ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে লিওনেল মেসির দুই পাশে কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াকে রেখে আক্রমণভাগান সাজান কোচ পচেত্তিনো। তবে ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি ও কালিয়ান এমবাপেরা। তাতে ম্যাচেও কোনো ফল বেরোয়নি। ম্যাড়ম্যাড়ে ম্যাচে একমাত্র ক্লিয়ার কাট গোলের সুযোগটি পেয়েছিলেন নিসের কাসপার ডলবার্গ। তিনি অবশ্য ভাগ্যের শিকে ছিড়তে পারেননি। তার নেয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

তাতে গোলশূন্য ভিন্ন অন্য কোনো ফল হয় না ম্যাচে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ